Print Date & Time : 14 March 2025 Friday 6:25 pm

মনপুরায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা) সংবাদদাতা :
মনপুরায় স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয়ে নেটওয়ার্কিং সংযোগ প্রতিষ্ঠার জন্য দক্ষতা ও উন্নয়নমূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউনিসেফ এর আর্থিক সহযোগীতায় সুশীলন কর্তৃক বাস্তবায়িত “সামাজিক ও আচরন পরিবর্তন প্রকল্পের ” উদ্যোগে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

সামাজিক ও আচরন পরিবর্তন প্রকল্পের প্রজেক্ট অফিসার মাজেদ আলি মল্লিক সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জহিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন।
কর্মশালায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর,উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল খালেক কাঞ্চন সিকদার। এই সময় প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন,ঈমাম সমিতির সভাপতি মাও মোঃ মফিজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি,ধর্মীয় নেতা, সমাজসেবী,গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক, এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//