মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা(ভোলা) সংবাদদাতা :
আগামী ৫ই জুন অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ ধাপের মনপুরা উপজেলার পরিষদ নির্বাচন। নির্বাচনে প্রার্থীদের জনপ্রিয়তা যাছাই করতে নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষে ব্যাস্ত সময় পার করছেন প্রার্থী,সমর্থক ও কর্মীরা।
দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের ব্যাস্ততা ততই বাড়ছে। প্রতিদিন প্রার্থী ও প্রার্থীর সমর্থক কর্মীরা বাড়ী বাড়ী গিয়ে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের। প্রতিদিন কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা চাচ্ছেন। উঠান বৈঠক ,পথ সভা ,বাড়ী বাড়ী গিয়ে ব্যাপক গনসংযোগ করছেন প্রার্থীসহ কর্মীসমর্থকরা। পছন্দের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। জমে উঠছে নির্বানী মাঠ। চায়ের দোকানে, হাট-বাজারে,অফিস আদালতে,জেলে পল্লীতে সর্বজায়গায় প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর ব্যবহার, আচার-আচরন নিয়ে চুল ছেরা বিশ্লেষন করছেন ভোটাররা। কাকে ভোট দিলে এলাকার উন্নয়নমুলক কাজ হবে। কে কাজ নিয়ে আসতে পরবে। কোন প্রার্থী সাধারন মানুষের সুখ দুঃখের খবর শোনার সাথে সাথেই তাড়াতাড়ি এগিয়ে আসবে,কে সাধারন ভোটারকে মূল্যায়ন করবে, কে হবে জনগনের চেয়ারম্যান, কে হবেন গরীব অসহায় সাধারন মানুষের আপন জন,কোন প্রার্থীকে সহযে পাওয়া যাবে এই নিয়ে চলছে শুধু চুল ছেড়া বিশ্লেষন। জমে উঠছে নির্বাচনী আমেজ। ব্যানার,পোষ্টার, লিপলেট হাটবাজার, চায়ের দোকান, রাস্তার অলি-গলিতে ছেয়ে গেছে। জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। সাধারন ভোটারদের বেড়েছে কদর।
উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া (আনারস) প্রতিক নিয়ে সাধারন মানুষের ধারে ধারে গিয়ে ভোট চাচ্ছেন। সাধারন মানুষকে জড়িয়ে ধরে কৌশল বিনিময় করছেন। সাধারন ভোটাররাও তাকে দেখে বুকে টেনে নিচ্ছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে আনারস মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন। ব্যস্ত সময় পার করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী (আনারস) মার্কার মোঃ জাকির হোসেন মিয়া। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একটানা মানুষের কাছে গিয়ে ভোট চাচ্ছেন। প্রার্থীর আত্মীয় স্বজন,দলীয় নেতাকর্মী,সমর্থক ও সাধারন মানুষ ও আনারস মার্কার প্রার্থীর জন্য মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছেন।
অপর প্রতিদ্বন্ধী প্রার্থী শাহরিয়ার চৌধুরী দ্বিপক (মোটর সাইকেল) প্রতিক নিয়ে ভোট চাচ্ছেন। তিনিও ব্যস্ত সময় পার করছেন।
ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এবার নির্বাচনে ভোটারদের মূল্যায়ন বাড়ছে। আ’লীগ ও বিএনপির দলীয় মনোনীত কোন প্রার্থী না থাকায় ভোটারদের কদর বেড়েছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তারা তাদের যোগ্য প্রার্থীকে এবার নির্বাচনে বিজয়ী করতে পারবেন। এতোদিন তারা অবহেলিত ছিলেন। কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে সেই প্রার্থীকে তারা ভোট দিবেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ জাকির হোসেন মিয়া (আনারস মার্কা) ব্যাক্তি ইমেজকে কাজে লাগিয়ে সাধারন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচিত হলে সাধারন ভোটাররা তাকে সহজে পাবেন। যে কোন ঘটনায় তাকে ফোন দিলেই তিনি হাজির হবেন। তিনি নির্বাচনে বিজয়ী হলে চরফ্যাশন মনপুরার উন্নয়নের রুপকার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির সাথে সমন্বয় করে এলাকার সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন। সকল উন্নয়নমূলক কাজ করবেন। গরীব অসহায় দিনমজুর শ্রমিক জেলে সাধারন মানুষের সকল সমসা সমাধানের জন্য দিনরাত কাজ করে যাবেন। সবসময় জনগনের পাশে থাকবেন এমন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তিনি। অপর দিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার চৌধুরী দ্বিপক (মোটর সাইকেল) প্রতিক নিয়ে জনগনের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
আগামী ৫জুন অনুষ্ঠিত হবে মনপুরা উপজেলা পরিষদ নির্বাচন। মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাক্তি ইমেজ,সততা, ন্যায় নিষ্ঠা, কাজে লাগিয়ে দুই প্রার্থী সাধারন ভোটারদের মন জয় করার জোর চেষ্ঠা তদবীর করে যাচ্ছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post