মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা( ভোলা) সংবাদদাতা:
ভোলার মনপুরায় পানিউন্নয়ন বোর্ডের নতুন চলমান বেড়ীবাধঁ পুরানো বেড়ীবাধ থেকে ১০০ মিটার সরিয়ে করার দাবিতে মানববন্ধন করছেন পুরাতন বেড়ীবাধেঁর অসহায় দরিদ্র পরিবারের ৫ হাজার মানুষ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার প্রেসক্লাব সামনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেন উপজেলার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের পুর্বপাশের বেড়ীবাধঁ বসবাসরত দরিদ্র অসহায় পরিবারের প্রায় ৫ হাজার মানুষ।
পরে তারা বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। অসহায় মানুষগুলো নতুন বরড়ীবাধঁ সড়িয়ে নিয়ে পুরাতন বেড়ীবাধঁ রক্ষার দাবী নিযে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন।
এই সময় বক্তারা বলেন, মনপুরা উপজেলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ড হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। কিন্তু হাজির হাট ইউনিয়নের ৭,৮ ও৯ নম্বর ওয়ার্ডের চরফৈজুদ্দিন গ্রামের পুর্ব পাশের পুরাতন বেড়ীবাধঁ উপর দিয়ে নতুন বেড়ীবাধঁ করা হলে বেড়ীবাধেঁ বসবাসরত প্রায় ২ হাজার বসত ঘর ক্ষতি হবে। এতে চরম ক্ষতিগ্রস্ত হবে অসহায় পরিবারের সাধারণ মানুষগুলো। তাই অসহায় মানুষের দাবী পুরাতন বেড়ীবাধঁ থেকে ১০০ মিটার সরিয়ে নতুন বরড়ীবাধঁ করলে ক্ষতি থেকে রক্ষা পাবে অসহায় মানুষগুলো। দরিদ্র পরিবার গুলো এত টাকা খরচ করে ঘর সরিয়ে নেওয়া সম্ভব নয়।
তাই নতুন বেড়ীবাধঁ পুরাতন বেড়ীবাধ থেকে সরিয়ে নিয়ে করার উদ্যোগ গ্রহন করার জন্য জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি করেন।
এই সময় বক্তব্য রাখেন. হাজির হাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, ৮ নং ওয়ার্ডের মেম্বর মোঃ জমালউদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান বলেন, নতুন বেড়ীবাধঁ সরিয়ে নির্মাণ করার ব্যাপারে সাধারন মানুষ মানববন্ধন ও বিক্ষোভের কথা শুনেছি। জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি পেয়েছি। আশা করি পুরাতন বেড়ীবাধ পরিদর্শন করে নতুন বরড়ীবাধঁ করার সিদ্ধান্ত গ্রহনেরজন্য পানি উন্নয়ন বোর্ড কে জানানো হবে।