Print Date & Time : 2 July 2025 Wednesday 3:01 am

মনপুরার মেঘনায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা (ভোলা) সংবাদদাতা:
ভোলার মনপুরায় মেঘনায় পুলিশ ও মৎস্য অফিসের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই সময় নিষিদ্ধ ৪ টি বেহুন্দি জাল ও নিষিদ্ধ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার ভোর রাত থেকে সকাল ১০ টা পর্যন্ত উপজেলার পশ্চিম পাশের মেঘনার বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান পরিচালনা করে এই নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

পরে উপজেলার হাজিরহাট ঘাটের দক্ষিণ পাশে নদীর তীরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা যায়, মার্চ ও এপ্রিল মেঘনা নদীর পশ্চিম পাশে সকল ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা দেয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এই সময় মাছ ধরা, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, উপজেলার পশ্চিম পাশের মেঘনায় দুই মাস সকল ধরনের মাছ ধরা বন্ধ করেছে সরকার, তাই সরকারের নির্দেশ মেনে মেঘনায় পুলিশি অভিযান চলছে।

এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ বেহুন্দি ও কারেন্ট জাল জব্দকরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মেঘনায় দুই মাস অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।