মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা) সংবাদদাতা ॥ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বণাঢ্য ও যথাযথ মর্যাদার সাথে উদযাপনের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক জাতীয় কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
গত ২২শে নভেম্বর হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র হাসনাঈন আহম্মেদ লাবিব ভাসুয়াল কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহন করে । বরিশাল বিভাগে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন। প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের বিভাগীয় উপপরিচালক (চলতি দায়িত্ব) মোঃ জালাল উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
এব্যাপরে হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম বলেন, আমার ছাত্র কুইজ প্রতিযোগীতায় বরিশাল বিভাগে প্রথম স্থান অধিকার করায় আমরা খুবই আনন্দিত।

Discussion about this post