মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা) সংবাদদাতা ॥ কুমিল্লার নানুয়া দীঘির পাড় পূজা মন্ডবের ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে মনপুরার তৌহিদী জনতার ব্যানারে প্রতিবাদে সমাবেশ হয়েছে। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবার স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় হাজিরহাট এতিম খানা ও নুরানী মাদ্রসার সামনে উপজেলা চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মুসলিম জনতা এসে সমাবেশে যোগদেয়। হাজার হাজার জনতার মুহুর্মুহু “ নারায়ে-তাকবির, আল্লাহু আকবার , আল কোরআনের অপমান সইবো নারে মুসলমান” স্লোগানে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন সংগঠনের উদ্যোগে হাজারো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিনত হয়।
তৌহিদ জনতার (মুসলমানের) পক্ষে আল-কোরআন অবমাননাকারী প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় ঈমাম সমিতির সভাপতি মাও মোঃ মফিজুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, চরফৈজুদ্দিন বহুমুখী মাদ্রাসার প্রধান মাও মোঃ নেছারউদ্দিন, হাজিরহাট বাজার মার্কাস মসজিদ পেশ ঈমাম মাও মুফতি মোঃ ইউসুফ, মাও মোঃ সিহাবউদ্দিন, হাফেজ মাও আব্দুল মতিন ফয়েজি প্রমুখ।
সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞার কাছে হস্তান্তর করেন ইমাম সমিতির নেতারা। স্মারকলিপিতে দ্রুত আইনের আওতায় এনে দোষীদের গ্রেফতার, ফাঁসি প্রদান, পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে পূনরাবৃত্তি না হয় সেজন্য নের্তৃবৃন্দকে সজাগ থাকাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবী জানান তারা।
এব্যাপরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা বলেন, আমি স্মরক লিপি পেয়েছি। আমি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিার বরাবর পৌঁছনোর ব্যাবস্থা গ্রহন করছি।

Discussion about this post