মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা)সংবাদদাতা ॥ মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন হাওলাদার।
সভায় জাতীয় শোক দিবস যথাযথ পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। এই সময় (ওসি)তদন্ত মোঃ আবদুল্যাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লাহ, কৃষি অফিসার আকাশ বৈরাগীসহ সকল দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক উপস্থিত ছিলেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post