Print Date & Time : 4 July 2025 Friday 11:53 am

মনপুরায় ট্রলারসহ ৪ জেলে আটক

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা)সংবাদদাতা ॥ভোলার মনপুরার মেঘনায় রাতের আধারে মা ইলিশ শিকারের সময় মেঘনায় অভিযান চালিয়ে ২টি মাছ ধরা ট্রলারসহ ৪ জেলেকে আটক করেছে অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমান আদালত। আটক ৪ জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমান করা হয়েছে। আটক ট্রলার ও জাল জিম্মায় রাখা হয়েছে।

রবিবার রাত ১০ টা থেকে একটানা ভোর রাত সাড়ে ৩ টা পর্যন্ত মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়েছে বলে জানান অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম।

চরফৈজুদ্দিন পুর্বপাশে জংলারখাল সংলগ্ন মেঘনায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম এর নের্তৃত্বে অভিযান চালিয়ে ৪ জেলে আটক ও ৪ হাজার মিটার ইলিশ জালসহ ২টি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়েছে। জব্দকৃত সকল জাল ও ট্রলার হাজির হাট ইউনিয়ন পরিষদের চৌকিদার আব্দুল কাদের এর জিম্মায় রাখা হয়েছে বলে জানান মৎস্য অফিসার আব্দুল গাফফার।

অভিযানে আটক জেলেরা হলেন মোঃ নাজিম(২০), মোঃ ফখরউদ্দিন(৪৫), মোঃ পারভেজ(১৫) ও মোঃ নুরহাফেজ(৩২)। আটক জেলেদের বাড়ী উপজেলার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ নং ওয়ার্ডে। আটক ৪ জেলে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

মা ইলিশ রক্ষার ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আব্দুল গাফফার, এস.আই মোঃ সুফিয়ান।

এব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম বলেন, অবিজান চালিয়ে ৪ জেলে ও ২টি মাছ ধরা ট্রলার আটক করা হয়েছে। আটক জেলেদের জরিমানা করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।