মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা)সংবাদদাতা ॥ মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৭টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।
সভায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সুচনা,আলোচনা সভা, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, চিত্রাংকন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে।
এই সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, ভাইস চেয়ারম্যার আব্দুর রহমান রাশেদ মোল্লাহ, ওসি মোঃ সাঈদ আহম্মেদ, হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, মনপুরা সরকারী কলেজ অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ সাজ্জাদ হোসেন, মনোয়ারা বেগম মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন , মৎস্য কর্মকর্তা বিক্টর বাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, কৃষি অফিসার আকাশ বৈরাগী, আবাসিক প্রকৌশলী আব্দুস ছালাম, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকতব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কবির, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, সাংবাদিক মোঃ ছালহউদ্দিনসহ বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Discussion about this post