Print Date & Time : 23 August 2025 Saturday 12:52 am

মনপুরায় ২ ট্রলার ডুবি , ৩ জেলে উদ্ধার

মনপুরা ঘূর্ণীঝড় মিধিলি প্রভাবে শুক্রবার বিকালে মেঘনায় ২টি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে এতে নিখোঁজ ৩ জেলেকে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।

উদ্ধার হওয়া জেলেদের মনপুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রলার ডুবির ঘটনা উপজেলা নির্বাহী অফিসার মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডারকে অবহিত করলেও উদ্ধার কাজে সহযোগীতা করতে আসেনি কোস্টগার্ড।

স্থানীয় জেলে ও উদ্ধার হওয়া জেলে সূত্রে জানাযায়, ঘূর্ণীঝড় “মিধিলি” প্রভাবে উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথার মাছ ঘাটে কবির মাঝির মাছ ধরা ট্রলারটি লংঘর(গেরাপির দড়ি) ছিরে মেঘনায় ভাসিয়ে নিয়ে যায়।
ট্রলারটি মেঘনায় ভাসতে দেখে ঐ ট্রলারটি উদ্ধারের জন্য লতিফ মাঝি, সিরাজ মাঝি ও রাজিব তাদের মাছ ধরা ট্রলার দিয়ে মেঘনায় ট্রলারটি উদ্ধারের জন্য যায়। প্রবল বাতাসে ও জোয়ারের স্রোত তাদের ট্রলারটি মেঘনায় ডুবে যায়। মেঘনায় ভাসতে থাকে ডুবে যাওয়া ট্রলারসহ ৩ জেলে। ডুবে যাওয়া ট্রলারের লোকজন হাত ইশারা দিতে থাকে। পরে হাজির হাট ইউনিয়নের দাসেরহাট সংলগ্ন মেঘনা পাড়ের লোকজন মেঘনায় মানুষ ভাসতে দেখে তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামকে অবহিত করেন। খবরটি শুনে সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার দাসের হাট এসে জেলেদের মেঘনায় ভাসতে দেখেন। তখন তিনি কোষ্টগার্ডকে ট্রলারসহ জেলে ডুবির ঘটনা অবহিত করে দ্রুত উদ্ধারের জন্য বলেন। দু ঘন্টা অতিবাহিত হলেও কোস্টগার্ড না আসায় বাধ্যহয়ে স্থানীয় ১টি ছোট ট্রলারে ৬ জনকে উদ্ধারের জন্য মেঘনায় পাঠান। স্থানীয় জেলেরা সাহস নিয়ে উত্তাল মেঘনায় ট্রলার চালিয়ে ডুবে যাওয়া জেলেদের উদ্ধার করে সন্ধা ৬টায় দাসের হাট ঘাটে নিয়ে আসেন। পরে উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসার জন্য মনপুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

দৈনিক দেশতথ্য//এইচ//