মনপুরায় ক্ষুদ্র ও প্রান্তিক ৭ শত ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ২ নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার ও উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন, মোঃ বাছেদ, মোঃ তসলিম, সংরক্ষিত মাহলা ইউপি সদস্য মাকছুদা বেগমসহ সকল ইউপি সদসগন উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post