Print Date & Time : 11 September 2025 Thursday 3:16 am

মনপুরা উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

ভোলা জেলা ও বরিশাল বিভাগীয় পর্যায়ে শিক্ষায় শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রাপ্ত হওয়ায় তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

রবিবার সকাল ১১টায় অফিসার্স ক্লাবের উদ্যোগে ক্লাবে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন অপু ভূঁইয়া সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। অনুষ্ঠানে প্রথমে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করেন অফিসার্স ক্লাবের নের্তৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, প্রানিজ সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবুবক্কর ছিদ্দিক।

এই সময় হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদারসহ সকল অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ ,সাংবাদিক উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//