Print Date & Time : 24 August 2025 Sunday 11:03 pm

মনপুরা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন আ’লীগ সাধারন সম্পাদক জাকির হোসেন

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা) সংবাদদাতা \ আগামী ৫ই জুন অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পর্যায়ের চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। 

 ৯মে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন পত্র দাখিল করতে কার্যক্রম শুরু করেছেন সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রত্যাশী প্রার্থীরা। উপজেলার ৫টি ইউনিয়নে গনসংযোগ করতে দেখা গেছে সম্বাব্য চেয়ারম্যান পদ প্রত্যাশীরা।  

গনসংযোগ ও সকলের কাছে দোয়া চেয়ে বুধবার মােনয়ন পত্র দাখিল করেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া। এবার দলীয় কোন মনোনয়ন না থাকায় দলের ত্যাগী ,নেতাকর্মীরা পছন্দের প্রার্থীকৈ ভোট দিয়ে জয়যুক্ত বরাবেন বলে জানান ত্যাগী নেতা কর্মীরা। 

বুুধবার দুপুর ১২টায় উপজেলা আ’লীগের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করার পর ১সেট করে  মনোনয়নপত্র জমা দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম  ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ গিয়াসউদ্দিন তালুকদার এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। 

এই সময় হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদারসহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,মৎস্যজীবীলীগ,শ্রমিকলীগ,কৃষকলীগসহ সাধারন জনগন উপস্থিত ছিলেন। 

নির্বাচন অফিসার মোঃ গিয়াসউদ্দিন তালুকদাার জানান,এই পর্যন্ত মোট ২ জন প্রার্থী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। 

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৮ মে ২০২৪