Print Date & Time : 26 August 2025 Tuesday 4:58 pm

মনপুরা বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতির মৃত্যুতে দোয়া

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা) সংবাদদাতা:মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম আবুতাহের মোল্লাহ এর মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ফিরোজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নিজামউদ্দিন হাওলাদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ সোহরাব হোসেন,মরহুমের জেষ্ঠ্যপুত্র মোঃ রিয়াদ মোল্লাহ, মাও.মোঃ মফিজুল ইসলাম, মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন,মোঃ সামাদ মাতাব্বর, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন রিপন, নাসরিন বেগম, মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়-মোনাজাত পরিচালনা করেন হাজির হাট হাফিজিয়া মুকবুলিয়া মাদ্রাসার প্রধান হাফেজ মাও. আব্দুল মান্নন। এই সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ ,অভিবাবকবৃন্দ,গন্যমান্য ব্যাক্তিবর্গ,সাংবাদিক ও বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//