তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশের মৌলভীবাজার জেলা দিয়ে বয়ে যাওয়া মনু নদীর একটি বাঁধ সংস্কার করা হচ্ছে, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ভারতের ত্রিপুরা রাজ্য। শুক্রবার১৮ জানুয়ারী মনু নদীর বাঁধ এলাকা পরিদর্শন করেছেন ভারতের উনকোটির জেলাশাসক দিলীপ কুমার চাকমা।
এই বিষয়টি দিন তিনেক আগে ত্রিপুরার বিধানসভা সদস্য বীরজিত সিনহা বলেছেন বাংলাদেশ তাদের অংশে মনু নদীর বাঁধ সংস্কার এবং উচ্চতা বাড়ানোর কাজ চালাচ্ছে। এর ফলে তার এলাকায় বন্যার আশঙ্কা দেখা দেবে। মনু নদীতে ভারতের দিকে যে বাঁধ আছে, সেটি সংস্কারের অভাবে ধুঁকছে।
তার এলাকার মানুষকে জলমগ্নতা থেকে বাঁচাতে সরকারের সহায়তা চেয়েছেন কংগ্রেস দলের এই বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী।
মৌলভীবাজারের পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেছেন বাঁধ সংস্কার এবং উচ্চতা বৃদ্ধির ফলে কৈলাশহর ডুবে যাবে, এই আশঙ্কা অমূলক।
ভারতীয় জেলা প্রশাসক মি.চাকমা বলেছেন, বাংলাদেশ তাদের দিকের নদী-বাঁধ সীমান্তের জিরো-লাইনে ‘কনস্ট্রাকশন’ করেছে বাংলাদেশ। বাঁধ সংস্কারের আগে কোনও পর্যায়েই কোনও বৈঠক হয়নি।
কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা বলেন, বাংলাদেশ যখন তাদের দিকের বাঁধ উঁচু করছে। এরফলে আমার বিধানসভা এলাকা কৈলাশহর জলে ডুবে যাবে।
কংগ্রেস বিধায়কের কথায় সমর্থন দিয়েছে বিজেপির মন্ত্রী সুধাংশু দাস।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন “এটি একটি আন্তর্জাতিক বিষয়। নদী-বাঁধ সংস্কারের বিষয়ে আমি ইতিমধ্যেই ছবি সহ বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছি দিল্লিতে। কেন্দ্রীয় সরকারের কাছে আমি আবারও বিষয়টি উত্থাপন করব।”
মৌলভীবাজার পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ খালেদ বিন অলীদ জানিয়েছেন, বাঁধটি আগে থেকেই ছিল। কিছু জায়গায় উঁচু নিচু ছিল। ডিজাইন অনুযায়ী বিভিন্ন জায়গায় একেক লেভেলে, যতটুকু দরকার ততটুকু করছি। বিএসএফ কয়েকটি জায়গায় বাঁধ সংস্কারের কাজ করার ব্যাপারে আপত্তি তুলেছে। সেই কারণে তিনটি জায়গায় কাজ করতে পারিনি।
এবি//দৈনিক দেশতথ্য //জানুয়ারী ১৯,২০২০//
প্রিন্ট করুন
Discussion about this post