নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইল -ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী কবীরপুর এলাকা থেকে গতকাল শনিবার (২৪ আগস্ট) আল আমিন (৩০) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কিন্ত তার ইজিবাইকটি পাওয়া যায়নি।
নিহত আল আমিন কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত জমত আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,গত পরশু শুক্রবার আসরের নামাজের পর আল আমিন বাড়ি থেকে তার ইজিবাইকটি নিয়ে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। শনিবার সকালে তার লাশ আঠারবাড়ী সড়কের কবীরপুর এলাকায় তার লাশের সন্ধান মিলে।
আঠারবাড়ী রায়ের বাজার ফাঁড়ির পরিদর্শক মো. আমিনুল হক বলেন, উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।