Print Date & Time : 24 August 2025 Sunday 11:55 pm

ময়মনসিংহে প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ময়মনসিংহ নগরীর নওমহল গরুর খোয়ার মোড়ে একটি প্রাইভেটকারে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওমহল গরু খোয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গাড়িটি নতুন বাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ী সৈয়দ দিদারুল আলম ফারুকের। নওমহল গরু খোয়ার মোড় এলাকায় পৌঁছালে কিছু লোক চলন্ত প্রাইভেটকারটিতে হামলা চালিয়ে প্রথমে ভাঙচুর ও পরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন জানান, ভোটারদের মাঝে আতঙ্ক ও নাশকতার উদ্দেশেই পরিকল্পিতভাবে এই আগুন জ্বালানো হয়েছে।
পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়া জানান, সিসি ক্যামেরা দেখে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা হবে। 

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ০৬,২০২৪//