Print Date & Time : 24 August 2025 Sunday 6:39 pm

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুপৃষ্ট হয়ে মোছা সাজেদা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার ( ৪ মে) উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাজেদা খাতুন ওই এলাকার মো. হুমায়ুন কবীর বিপুলের স্ত্রী।

জানা যায়, শনিবার দুপুরে বসত ঘরের সামনেই বৈদ্যুতিক ফ্যানের বাতাসে ধান থেকে চিটা সরানোর কাজ করছিলেন সাজেদার শাশুড়ি মোছা ফাতেমা আক্তার।

ওই সময় ঘর ঝাড়ু দিতে যাওয়ার সময় মাটির ওপর দিয়ে যাওয়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন সাজেদা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//