Print Date & Time : 24 August 2025 Sunday 9:19 am

ময়মনসিংহে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু

শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহে ফুলপুর উপজেলায় হিটস্ট্রোকে মো. রমজান আলী (৬৮) নামের এক শিলপাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কয়রা ইউনিয়নের ইমাতপুর গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত রমজান আলী তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের বগীরপাড়া গ্রামের বাসিন্দা।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান এই মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. তরিকুর রহমান খন্দকার রাশেদ জানান, রমজান আলী গ্রামে ঘুরে ঘুরে মশলা ভাটার শিলপাটা কাটার কাজ করতেন। প্রতিদিনের মত আজ সকালে তিনি বাড়ি থেকে কাজে বের হয়ে পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার ইমাতপুরে যান। সেখানে কাজ করা অবস্থায় দুপুরে প্রচণ্ড গরমে হিটস্ট্রোক করে মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ন কবীর বলেন, হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে তিনি মারা গেছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//