নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) : ময়মনসিংহ-নেত্রকোনা আন্তজেলা সড়কে বিআরটিসি বাস চলাচল শুরু হয়েছে।
রোববার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে নগরের পাটগুদাম ব্রিজ মোড়ের রয়েল মিডিয়া কলেজের সামনে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম ও যাত্রী খালেদা আক্তার।
সড়কটিতে এখন থেকে মোট ছয়টি বাস চলাচল করবে। ময়মনসিংহ থেকে নেত্রকোনা পর্যন্ত পুরো দূরত্বের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে বিআরটিসির পক্ষ থেকে জানানো হয়েছে।
ফিতা কেটে বাস সার্ভিসের উদ্বোধন করতে পেরে আপ্লুত কলমাকান্দা উপজেলার বাসিন্দা বৃদ্ধা খালেদা আক্তার। তিনি বলেন, বাসে নেত্রকোনা যাব বলে এসেছিলাম। কিন্তু আমাকে দিয়ে ফিতা কেটে বাসেরই উদ্বোধন করানো হলো।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ময়মনসিংহ-নেত্রকোনা আন্তজেলা সড়কে বাস সার্ভিস ছিল খুবই নিম্নমানের। সড়কটিতে বিআরটিসি বাস সার্ভিস চালুর জন্য ২০১৯ সালে আন্দোলন শুরু হলেও সিন্ডিকেটের কারণে বাস সার্ভিস চালু হয়নি। সরকার পরিবর্তনের পর ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে।