আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহ বারের বর্ষীয়ান আইনজীবি অ্যাডভোকেট খোরশেদ উদ্দিন পাঠান (৮৫) বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ময়মনসিংহ সদরের নিজ বাসায় তিনি মারা যান। তিনি স্ত্রী ও ৫ ছেলে রেখে গেছেন। সন্ধ্যা ৭ টায় বাদেপুরুড়া পাঠানবাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তিনি ময়মনসিংহ প্রেস ক্লাবের সাবেক ট্রেজারার ও আজীবন সদস্য, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১১ ভালুকা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী, ভালুকা উপজেলা ধীতপুর ইউনিয়নের বাদেপুরুড়া গ্রামের মরহুম আফসার উদ্দিন পাঠানের ছেলে ।
উনার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Discussion about this post