Print Date & Time : 11 September 2025 Thursday 2:56 pm

মশান উদয়ন সংঘ আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মিরপুর উপজেলার মশান উদয়ন সংঘের খেলোয়াড় বাকী বিল্লাহ ও রকিবুল হক স্মরণে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে স্কুল মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

উদয়ন সংঘের ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত এবং ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন খেলোয়াড়রা এতে অংশ নেয়।

খেলার উদ্বোধন করেন বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মমিনুল হক মমিন।

এ সময় এরপর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তকরিম উদ্দিন খান, মশান বাজার কমিটির বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার আব্দুল হালিম, খন্দকার লুৎফর রহমান, মিজানুর রহমান, দানিছুর রহমান দানা, মশান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খন্দকার সোহেল রানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা সহকারী (ভূমি) হারুন অর রশীদ।

এ সময় তিনি বলেন, খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। পাশাপাশি যেকোনো খেলোয়াড়ই দেশের মান উজ্জ্বল করে এবং গৌরব অর্জনে সক্ষমতা লাভ করে। তিনি বলেন, ফুটবল খেলা সব থেকে বাঙালির জনপ্রিয় খেলা এ খেলায় বিপুল পরিমাণের দর্শক সমাগম ঘটে তাই এই খেলা অব্যাহত রাখতে বিভিন্ন ক্লাব ও সংগঠনদের এগিয়ে আসতে হবে এবং এ বেশি বেশি করে এই প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

পরে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩০ জুলাই ২০২৩