আরাফাত, কুষ্টিয়া : ভারতের বিজেপি কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তির প্রতিবাদে কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসল্লিরা। আজ দুপুরে জুম্মা নামাজ শেষ করে শহর ও উপজেলাতে বিভিন্ন মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে অনুষ্ঠিত হয়।
মিছিলে তারা বলেন ডিআইটি চত্তরে অনুষ্ঠিত সমাবেশ থেকে সম্প্রতি ভারতের উগ্র সাম্প্রদায়িক ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ সা. ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়শা সিদ্দীকা (রা:) কে নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করায় ভারতীয় পণ্য বয়কট এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর দাবি জানান তারা।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন শহরের বিভিন্ন জায়গাতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। তবে আইন শৃঙ্খলা মেনে তারা এই বিক্ষোভ সমাবেশ করেছেন বলে তিনি জানান।
আর,জে/১০ জুন ২০২২
প্রিন্ট করুন
Discussion about this post