Print Date & Time : 14 September 2025 Sunday 6:38 am

মহিলা আ.লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নওগাঁর রাণীনগর উপজেলায় মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার (২৭ ফেব্রুয়ারি) আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে উপজেলার মুল মুল সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি কার্যালয়ে এসে পৌছালে শেষ হয়।

পরে সেখানে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী চাঁদ আক্তার বানু (পারভীন) এর সঞ্চালনায় আলোচনা সভা পরিচালনা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৫১ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি নওগাঁ -০৬।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামীম আরা পারভিন লিজা, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, উপজেলা যুবলীগের সম্পাদক ছাইফুল ইসলাম সজল, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু প্রমুখ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//