শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:
মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রবেশের অনৈতিক দাবিতে বুড়িমারী আন্তর্জাতিক মহাসড়ক অবরোধ করেছে বখাটেরা ।এসময় মহিলা কলেজের সামনে পুলিশ ও বখাটে তরুণদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে গণ জমায়েত ভন্ডুল করে দেয়। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকালে জেলার হাতীবান্ধা উপজেলা শহরের মহিলা কলেজের গেটের সামনে মহা সড়কে।জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল ১২ ফেব্রুয়ারি সোমবার। বিকেলে কলেজ ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশকিছু বখাটে তরুণ প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। তারা কলেজ কর্তৃপক্ষের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়।
এসময় ছাত্রীদের অনুষ্ঠানে প্রবেশ করতে না পেয়ে তারা রাস্তায় অবরোধ করে। পরে কলেজ কর্তৃপক্ষের অনুরোধে পুলিশ এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনাটি ইউটিউবাররা প্রচার করলে সামাজিক অবক্ষয়ের চিত্র ফুটে ওঠে। জেলা ব্যাপী নিন্দার ঝড় উঠে।
কলেজ সূত্রে জানা গেছে, বাহিরে হট্টগোল হলেও ভিতরে তার প্রভাব পড়েনি। সুন্দর ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//