রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের রাজনীতিতে খুবই পরিচিত মুখ জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি এবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।
শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।
জানা যায়, নির্বাচনে এবার দলীয় প্রতীক থাকবেনা বলেই শোনা যাচ্ছে। তবে ইতিমধ্যে যুবমহিলা লীগনেত্রী নাজনীন আক্তার রুমি মাঠপর্যায়ে সমর্থন আদায়, জনসংযোগসহ জেলা ও কেন্দ্রীয় শীর্ষ নেতাদের দ্বারে দ্বারে জোর লবিং করছেন।
আসছে আগামী ৮ মে থেকে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। জামালপুর পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত জামালপুর সদর উপজেলা পরিষদ। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা ইতিমধ্যেই বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে কুশল ও মতবিনিময় করছেন।
জামালপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অনেকেই ইতিমধ্যে জোর লবিং করছেন। তাদেরই একজন আওয়ামী লীগের রাজনীতিতে সরব ও পরিচিত মুখ জামালপুর জেলা যুবমহিলা লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য, বর্তমান জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি। গণমানুষের জন্য সেবার মানসিকতায় একজন নারী রাজনীতিক হিসেবে জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ড পর্যায়ে মানুষের অকুণ্ঠ সমর্থন নিয়ে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। জামালপুর জেলা যুবমহিলা লীগের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের আলোকবর্তিকা এই নেত্রীর হাত ধরে যুবমহিলা লীগের সাংগঠনিক সক্রিয় কার্যক্রম ছড়িয়ে পড়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ও বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিকে এগিয়ে নিতে রুমি নিরলসভাবে জনসেবার পাশাপাশি রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন।
জামালপুর পৌরসভার সিংহজানী রোডে কাচারীপাড়া ৪নং ওয়ার্ডের বাসিন্দা তিনি। আলহাজ হযরত আলী ও মাতা জাহানারা বেগমে কন্যা যুবমহিলা লীগনেত্রী নাজনীন আক্তার রুমি। পরিবারে বাবা-মা ছাড়াও ৬ ভাই, পাঁচ বোন রয়েছেন।
যুবমহিলা লীগনেত্রী নাজনীন আক্তার রুমি আওয়ামী রাজনীতির সাথে ছোটবেলা থেকেই সম্পৃক্ত।
এবি//দৈনিক দেশতথ্য//২৯ মার্চ ২০২৪//

Discussion about this post