বেরোবি প্রতিনিধি: ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের উদ্যোগে শোক র্যালি ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাত ৮টায় বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কবি হেয়াত মামুদ ভবনের সামনে থেকে শোক র্যালি শুরু করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারকে গিয়ে শেষ হয়। সেখানে মোমবাতি প্রজ্বলন ও নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, “বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা অত্যন্ত বিরল। আমরা শোক র্যালির মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।”
আরেক শিক্ষার্থী রিপন রায় বলেন, “এই দুর্ঘটনায় পুরো দেশ শোকাহত। আমরা নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিক আশরাফ বলেন, “মাইলস্টোনের শিক্ষার্থীদের অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। যুদ্ধবিমান ধসে শিশুদের প্রাণহানি পুরো জাতিকে ব্যথিত করেছে। তাঁদের স্মরণে আমরা এই কর্মসূচি পালন করেছি।”

Discussion about this post