কুষ্টিয়া কোর্ট ষ্টেশন ও হাসপাতাল জামে মসজিদের সাবেক পেশ ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক কর্মকর্তা, ইমাম গাজ্জালী ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা আব্দুল আউয়াল গতকাল রবিবার সোয়া নয়টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা, দুই জামাতা, নাতি ও অসংখ্য ভক্ত অনুরাগী গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ মাগরিব কুষ্টিয়ার মারকাজ মসজিদে নামাজে জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ইমাম গাজ্জালীর সভাপতি ইব্রাহিম খলিল ও সেক্রেটারী শাহেদুল হক শিমুল শোক প্রকাশ করেছেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৩ জুলাই ২০২৩

Discussion about this post