ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা কার্যালয়ের সাবেক হিসাব কর্মকর্তা ও ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি শায়খ মরহুম মাওলানা মুহাম্মদ আবদুল আউয়াল ছাহেব এর “জীবন ও কর্ম” শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১অক্টোবর শনিবার সকাল ১০ টায় স্থানীয় কুঠিপাড়া মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল। মরহুমের উপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ও ছাত্র ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়র আইনজীবি খন্দকার সিরাজুল ইসলাম, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু, কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহের সেক্রেটারী হাজী আনোয়ারুল ইসলাম, কুষ্টিয়া ষ্টেশনারী সমিতির সভাপতি হাজী আব্দুল মালেক রানা, সাপ্তাহিক দেশব্রতী পত্রিকার সম্পাদক এ্যাডঃ মোঃ লিয়াকত আলী, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি হাজী গোলাম মহসিন, কুষ্টিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তারিকুর রহমান, বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুস সালাম, কলেজ মোড় মসজিদের খতিব মাও: মঈনুল হক আহছানী, কুষ্টিয়া সিটি কলেজের অধ্যাপক ওবাইদুর রহমান, মানিকগঞ্জ থেকে আগত ডা: মোঃ জাকির হোসেন, মাও: ফজলুল করিম, মাও: হাসানুর রহমান। সভার শুরুতে মাও: আব্দুল আউয়ালের জীবনী পাঠ করেন মোঃ মাসুদ আহমেদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া আলিয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল হালিম শরীফ। পরে ১০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে পুরষ্কার বিতরন করা হয়। সভাপরিচালনা করেন সহ-সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম, ফাহিম আহমেদ, বাবুল খান, সজিব মিয়া।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২১ অক্টোবর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post