নিজেস্ব প্রতিবেদক// কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নে মাকে মারধরের প্রতিবাদ করায় ভাইকে কিল ঘুষি সহ হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে মিঠু ও সাইদুল নামে আপন দুই ভাইয়ের বিরুদ্ধে।গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সদরপুর ইউয়িনের পুরাতন আজমপুরে মৃত রিয়াজ আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।
এবিষয়ে মিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত রিয়াজ আলীর মেজ ছেলে টুটুল আহম্মেদ। ঐ অভিযোগে টুটুল উল্লেখ্য করেন মিঠু ও সাইদুল তার আপন ভাই হলেও খুবই অসামাজিক ও বেপরোয়া প্রকৃতির। পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে ও আমার মাকে মারধর করে সেই সাথে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়।
গত বৃহস্পতিবার আমার সাথে আমার ছোট ভাই মিঠু ও বড় ভাই সাইদুলের সাথে ছোট বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এমন অবস্হায় আমার বৃদ্ধা মা নিষেধ করতে আসলে আমার ছোট ভাই মিঠু মাকে ধরিয়া টানা হেচড়াসহ কিন ঘুষি দেয় তাতে মার শরীরের বিভিন্ন জায়গায় কালশারি পড়ে যায়,আমি এবং আমার স্ত্রী ঠেকাতে গেলে আমার স্ত্রীর গলাই থাকা সোনার চেইন জোর জোরপুর্বক ছিড়িয়ে নেয়।আমি প্রতিবাদ করলে আমাকেও এলোপাতাড়ী আঘাত করে এবং আমাকে হত্যার হুমকি দেয় তারা।এঘটনায় আমার মা ও স্ত্রীকে গুরুতর আহত অবস্হায় স্হানীয়রা উদ্ধার করে মিরপুর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার নায্য বিচারের দাবি জানান ভুক্তভোগী টুটুল ও তার পরিবারের সদস্যরা।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৪ মে ২০২৪

Discussion about this post