Print Date & Time : 24 August 2025 Sunday 12:03 am

মাটির ব্যাংক কিনতে যাচ্ছিল দুই বন্ধু, ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ গেল একজনের 

মিরপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় আনমুন শাহ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮জুন) সকালে উপজেলার মিরপুর রেলগেট সংলগ্ন গঙ্গা-কপোতাক্ষ প্রধান সেচখালের শতবর্ষী রেলওয়েব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটেছে। 

পোড়াদহ রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আনমুন শাহ মিরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মুরকান শাহের ছেলে। 

পোড়াদহ রেলওয়ে থানার ওসি হারুন অর রশিদ মৃধা বলেন, সকালে দুই বন্ধু(মামাতো ফুফাতো ভাই) মিলে মাটির ব্যাংক কেনার জন্য গঙ্গা-কপোতাক্ষ সেচখালের রেলব্রিজের উপর দিয়ে বাইসাইকেল নিয়ে যাচ্ছিল।

 এ সময় ট্রেনের একটি খালি ইঞ্জিন চলে আসে। সে সময় স্থানীয় লোকজনের চিল্লাচিল্লিতে একজন পানির মধ্যে লাফ দিয়ে প্রাণে বাঁচলেও অপরজন ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৮ জুন২০২৪