মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কুষ্টিয়ার দৌলতপুরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন শিক্ষক, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় দুই শত মানুষ। আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।
উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল জব্বার এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য কৃষি অফিসার মো. নুরুল ইসলাম,প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. সিরাজ মন্ডল,আদাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ হেল বাকি,পিয়ারপুর ইউপি চেয়ারম্যান সোহেল রানা বুলবুল প্রমুখ।
এসময় শিক্ষক, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় দুই শ মানুষ উপস্থিত ছিলেন।
জা/দেশতথ্য//২৭-০৬-২০২২//১০.১৮ পিএম
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post