নিজস্ব প্রতিবেদক ॥ মাদকের ভয়াবহ ছোবলে ধংস হচ্ছে যুবসমাজ । মাদকের নেশায় লন্ডভন্ড হচ্ছে নিন্মবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়ে । মাদকের ছোবলে অবিভাবকরা তাদের সন্তানদের নিয়ে রয়েছে চরম উদ্বেগ- উৎকন্ঠায় ।বর্তমানে উপজেলা থেকে জেলা পর্যায় প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে চালিয়ে যাচ্ছে রমরমা মাদক ব্যাবসা। সম্পপ্রতি দৌলতপুর উপজেলার ৭নং হোগলবাড়ীয়া ইউনিয়নের জয়রামপুর গোরস্থান পাড়া মোঃ মতি হুজুরের পুত্র সিদ্দিক দীর্ঘদিন যাবত মরন নেশা ইয়বা, ফেন্সিডিল,গাঁজা, টেপেন্ডা হিরোইন বিক্রি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। গোপন সূত্রে জানা যায়, উপজেলার ৭নং হোগলবাড়ীয়া ইউনিয়নের জয়রামপুর ভিতরপাড়ায় প্রকাশ্যে ফেন্সিডিল, টেপেন্ডা,গাজা, ইয়াবা বিক্রয় করে আসছে সিদ্দিক, এছাড়াও কল্যাণপুর, জয়রামপুর, বিডিসি বাজার, সাদিপুর, চামনাই, আল্লারদর্গা, ভেড়ামারায় পাইকারি মাদক বিক্রি করে আসছেন। সিদ্দিক এতটাই ভয়ংকর যে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা। সিদ্দিকের অবৈধ মাদকের বিরুদ্ধে কেউ কথা বললে তাকেও মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দিবে বলে একটি সুত্র নিশ্চিত করছে। নাম প্রকাশ না করার শর্তে বাজারের একাধিক ব্যবসায়ী প্রতিবেদককে বলেন , সিদ্দিকের মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় গত শনিবার সন্ধ্যার সময় বীর মুক্তিযোদ্ধা কাউসার বিশ্বাসের ছোট ছেলে রাব্বি বেধড়ক কিল,ঘুসি মারেন সিদ্দিক। এ ব্যাপারে এলাকার সচেতন মহল বলেন, সিদ্দিক মাদকের সাথে জরিত রয়েছে, তিন মাস আগে সিদ্দিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া হাতে নিজ দোকান থেকে ফেনসিডিল সহ আটক হয়, জামিনে বেরিয়ে থেমে নেই সিদ্দিকের রমরমা মাদক ব্যবসা। তার বিরুদ্ধে প্রশাসনের জরুরী এ্যাকশন নেওয়া দরকার না হলে এলাকার যুব সমাজের বারোটা বেজে যাবে। অতি সত্যর আমরা প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করছি।

Discussion about this post