নিজস্ব প্রতিবেদক\ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের কাবিল মোড়ে কিশোর গ্যাংয়ের লিডার সুরুজ আলী(১৭)’র উপর্যুপরি ছুরিকাঘাতে রাতুল ইসলাম (১৭) নামের এক স্কুল ছাত্র গুরুতর রক্তাক্ত জখমে আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৯ টায় ৩০ মিনিটে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড়ে এ ঘটনা ঘটে।
আহত রাতুল ইসলাম (১৭) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল পাড়া এলাকার বাসিন্দা মোঃ মুক্তার হোসেনের ছেলে ও দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের ১০ শ্রেনীর শিক্ষার্থী।
রাতুলকে ছুরিকাঘাতে জড়িত সন্দেহভাজন কিশোর গ্যাং লিডার সরুজ আলী(১৭) একই এলাকার বাসিন্দা রবিউল ইসলাম ওরফে বাডু ঘটকের ছেলে।
ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত রাতুলের বাবা মুক্তার হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা যায়, ‘আহত রাতুল ও সুরুজ একই এলাকার সমবয়সী মাদকাসক্ত বন্ধু। একসাথে চলাফেরা করে। ছুরিকাঘাতের পূর্ব মুহুর্তে কথা কাটাকাটির মধ্যে দু’জনের বাক্য বিনিময়ে টাকা সংক্রান্ত দ্বন্দের জের প্রকাশ পায়। এরই এক পর্যায়ে সুরুজ রাতুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে শুরু করে। এসময় রাতুল মাটিতে পড়ে যায় এবং স্থানীয়রা ছুটে আসায় সুরুজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত জখম আহত রাতুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত রাতুলের বড় ভাই মিতুলের অভিযোগ, “তারা একসাথে চলাফেরা করে। আমার ভাই সন্ধ্যার সময় বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে আসে। এর কিছুক্ষন পরই স্থানীয়দের কাছে শুনতে পারি আমার ভাই রাতুলকে তারই বন্ধু বাডু ঘটকের ছেলে সুরুজ ডেগার মেরেছে। এই সুরুজ এর আগেও এক ভ্যানচালককে ড্যাগার মেরে টাকা পয়সা ছিনিয়ে নিয়েছিলো’।
তবে এবিষয়ে কথা বলতে সুরুজ এবং সুরুজের বাবা বাডু ঘটকের মোবইল ফোনে কল করলে সুরুজের বন্ধ থাকলেও বাডু ঘটকের কল রিসিভ করেনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার জানান, “রবিবার রাতে রাতুল নামের এক কিশোর বয়সী ছেলে ছুরিকাঘাতে আহতাস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। এমুহুর্তে মনে হচ্ছে রাতুল শংকামুক্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ‘সদর উপজেলার হাটশ হরিপুরে রাতুল নামের এক কিশোরকে গত রাতে ছুরিকাঘাতের ঘটনায় ভুক্তভোগীর পিতা মুক্তার হোসেন একটা লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ তদন্ত করে দেখছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৫ এপ্রিল ২০২৪
প্রিন্ট করুন
Discussion about this post