Print Date & Time : 12 September 2025 Friday 8:47 am

মাদক কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভায় কুষ্টিয়ায় মাদক কেনাবেচা রোধে সর্বোচ্চ সংখ্যক প্রতিনিধিরা গুরুত্ব দিয়ে কুষ্টিয়া জেলা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ মে) সকাল ১০ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ার জেলার ৬ টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের অংশগ্রহনে জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা সভা হয়। এসময় বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায় থেকে মাদক নিয়ন্ত্রনে কঠোর আইন প্রয়োগ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, যানজট নিরসন ও পুলিশ সদস্যদের নিয়মিত টহল আরো জোরদার সহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি,সিভিল সার্জন অফিসার,পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সহ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪ মে ২০২৩