কুমারখালী (কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে মাদক মামলায় মানিক হোসেন (৩৬) নামের এক সিএনজি চালককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। তিনি উপজেলার নন্দনালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
থানা – পুলিশ সুত্রে জানা গেছে, গত সোমবার রাতে কুমারখালীর আলাউদ্দিন নগর বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে লাল সুপার মার্কেটের মধ্য থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ মানিক হোসেনকে আটক করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলা নম্বর ২৮। উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে আসামীকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘ মাদক মামলায় মানিক হোসেন নামের একজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post