কুষ্টিয়ার সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মৃত্তিকাপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি ও সুপারের স্বেচ্ছাচারীতা, নিয়োগ বাণিজ্য, মাদ্রাসার গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ ও অন্যের জমি দখলসহ মাদ্রাসার নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ এনে তাদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম মৃত্তিকা পাড়া দাখিল মাদ্রাসার সামনে মৃত্তিকাপাড়া গ্রামের সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে স্থানীয় জনপ্রতিনিধি, সাবেক শিক্ষক যুবক, বৃদ্ধ ও কিশোরসহ এলাকার শতাধিক সাধারণ মানুষ অংশ নেয়।
এসময় মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা তাদের বক্তব্যে ওই মাদ্রাসার সভাপতি ও মাদ্রাসা সুপারের স্বেচ্ছাচারীতা নিয়োগ বাণিজ্য, মাদ্রাসার গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ ও অন্যের জমি দখলসহ মাদ্রাসার নানা অনিয়ম ও দূর্ণীতির তদন্ত করে মাদ্রাসা থেকে তাদের দ্রুত অপসারণ করে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান তারা। এসময় বক্তার আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে যদি সভাপতি ও মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয়। তাহলে এলাকাবাসীর সাথে করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে এলাকাবাসী মাদ্রাসা সভাপতি ও সুপারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
এ ব্যাপারে কুষ্টিয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. একরামুল হক সরকার বলেন, ওই মাদ্রাসার এর আগে দুই বার এডহক কমিটি হয়েছে এবং আবার আবারও নতুন করে এডহক কমিটি করে নিয়ে এসেছে শুনেছি। মাদ্রাসা বা স্কুল পরিচালনা কমিটি বোর্ড থেকে এডহক কমিটি অনুমোদন করিয়ে নিয়ে আসে। এডহক কমিটি করা বা নির্বাচন করার বিষয়ে আমাদের কোন কিছু করনীয় নেই। এ ব্যাপারে বোর্ডই সকল সিদ্ধান্ত নেয়।
তিনি আরও বলেন, যদিও বোর্ড এডহক কমিটি অনুমোদন দেওয়ার সময় বলে দেন আর নতুন করে এডহক কমিটির অনুমোদন দেওয়া হবে না কিন্তু দেখা যায় এডহক কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ওই কমিটি নির্বাচন না করতে পারলেও বোর্ড আবারও এডহক কমিটির নতুন করে অনুমোদন দিয়ে দেয়। মাদ্রাসা বা স্কুল পরিচালনা কমিটি গঠনের সকল ক্ষমতা বোর্ডের হাতে।
বা// দৈনিক দেশতথ্য// ১৫ নভেম্বর//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post