Print Date & Time : 12 September 2025 Friday 5:01 am

মানিকছড়িতে চোলাই মদসহ দুই নারী আটক

খাগড়াছড়ির মানিকছড়িতে ৬১ লিটার চোলাই মদসহ দুই উপজাতি নারী মাদক কারবারিকে আটক করেছে মানিকছড়ি থানা পুলিশ।

গতকাল রাতে মানিকছড়ির আমতল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি থানাধীন মানিকছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামতলা বাজারস্থ মদিনা বিরানী হাউজের সামনে চট্টগ্রাম টু খাগড়াছড়িগামী আঞ্চলিক মহাসড়কে পাকা রাস্তার উপর দুই উপজাতি নারীকে পুলিশ ফোর্স দ্বারা তল্লাশী করে তাদের কাছ থেকে ৬১লিটার চোলাইমদ জব্দ করা হয়। আটককৃতক্রানু ছিং মারমা (২৬) রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ৮নং ওয়ার্ড ডাববইন্যা ছড়া এলাকার বাসিন্দা উচামং মারমার মেয়ে ও পুওয়াইমা মারমা (৪০) বান্দরবান সদর উপজেলার কোয়ালং ইউনিয়নের ৪নং ওয়ার্ড কিবুক পাড়া এলাকার বাসিন্দা চিংথোউ মারমা মেয়ে।

মানিকছড়ি থানার ওসি মোঃ আনচারুল করিম জানান আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামীদের বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

দৈনিক দেশতথ্য//এইচ/