বরগুনা জেলার তালতলী উপজেলা ছোট বগী ইউনিয়ন এর বগীরহাট গ্রামে মায়ের সঙ্গে মাছ শিকারে গিয়ে পানিতে ডুবে ছগির মোল্লা (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ মে) সকাল নয়টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের বগীরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছগীর মোল্লা(৪২) আমতলীর উপজেলার ছোটবগী ইউনিয়নের বগীরহাট গ্রামের বাসীন্দা মৃত ইদ্রিস আলী মোল্লার সন্তান। নিহত ছগির মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে স্বজনরা।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার(২৪ মে) সকাল ৯ টার দিকে বাড়ির পাশের বগীরহাট খালে ছগির মোল্লা তার মা ছাহেরা বেগমের সঙ্গে জাল দিয়ে মাছ শিকার করতে যান। এসময় হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে খালে পড়ে পানিতে ডুবে যান ছগির। এরপরে তার মা বিষয়টি স্থানীয়দের জানালে ১২টার দিকে ছগিরকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ছাহেরা বেগম বলেন, প্রত্তেক দিনের নাহান মোর পোলা ছগিরকে লইয়া সকালে মুই মোর বাড়ির পাশের খালে মাছ ধরতে যাই। এই সময় ছগির এর মৃগী রোগ উঠে খালে পড়ে পানিতে ডুবে যায়। পরে মুই লোকজন ডাকাডাকি করলে লোকজন আইয়া মোর পোলা ছগিরেরে খাল থেইক্কা উডাইয়া হাসপাতালে লইয়া যায়।
এ বিষয়ে তালতীল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনাটি আমরা জাতে পেরেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৪ মে ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post