রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: বরিশালের পটুয়াখালীতে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন, স্বর্ণলংকার ও বিভিন্ন জিনিস হারিয়েছে অসংখ্য মানুষ। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় অন্তত ৬৫ টি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ভুক্তভোগীরা। এর আগে গতকাল শনিবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ওই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল চলাকালীন চুরি ও ছিনতাইয়ের চেষ্টাকালে চারজনকে আটক করেছে পুলিশ।
মাহফিলের নিরাপত্তার জন্য নির্মিত পুলিশ নিয়ন্ত্রণকক্ষে গতকাল রাতে ৭০ জন ব্যক্তি জিনিসপত্র খোয়ানোর অভিযোগ দিয়েছে। এ ছাড়া মাহফিল চলাকালে বাসাবাড়িতে লোকজন না থাকায় বিভিন্ন এলাকায় চুরির ঘটনাসহ রোববার বিকেল সাড়ে চারটা পর্যন্ত থানায় ৬৫ জন লিখিত অভিযোগ জমা দিয়েছে। মাহফিলের পুলিশ নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল বলেন, শনিবার রাতে মাহফিলে আসা অনেক মানুষ প্রয়োজনীয় জিনিস হারানোর ঘটনায় পুলিশ নিয়ন্ত্রণকক্ষে অভিযোগ দিয়েছে। কিছু জিনিস পাওয়া গেলেও অনেটাই পাওয়া যায়নি। তবে তাদের নামের তালিকা থানায় জমা দেয়া হয়েছে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, গতকাল রাতে মাহফিল থেকে চার চোরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রাতে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে মালামাল খোয়ানোর ৭০টি অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া এখন পর্যন্ত ৬৫টি জিডিসহ একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে। ক্ষতিগ্রস্ত অনেকে এখনো থানায় এসে জিডি করা অব্যাহত রেখেছেন। পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post