ওপেলিয়া কনি, স্টাফ রিপোর্টারঃ বুধবার (০৭ফেব্রুয়ারি ২০২৪ইং) আইএফআইসি ব্যাংক আমলা বাজার উপশাখায় বর্নাঢ্য আয়োজনে প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত হয়।
পাটিসাপটা, ভাপাপিঠা, ফুলঝুরি পিঠা, রসপিঠা, পুলি পিঠা, নকশী পিঠা, ঝালপুলি পিঠা,পাকান পিঠা, মুড়ির মোয়াসহ আরও নানারকম পিঠার আয়োজন করে ব্যাংক কর্তৃপক্ষ এবং বিনামূল্যে সকল উপস্থিত অতিথিদের মাঝে স্বতঃস্ফূর্তভাবে পরিবেশন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোড়াদহ শাখার ব্যবস্হাপক লিয়াকত আলী, আমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ি শফিকুল ইসলাম আযম, সাংবাদিক কাঞ্চন হালদার, মনিরুল ইসলাম, ওপেলিয়া কনি, সাজ্জাদ, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুল হক মিল্টন মালিথা, সুফি আল আসাদ বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম, ফকরুল ইসলাম, সাবেক সহকারি শিক্ষক জালাল উদ্দিন, মার্কেটিং অফিসার জিল্লুর রহমান, অফিস সহায়ক সুমন, সজিব প্রমুখ।
এ ছাড়াও ব্যাংকের গ্রাহকবৃন্দরাও উক্ত অনুষ্ঠানে সপরিবারে বিভিন্ন রকম পিঠার স্বাদ উপভোগ করেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রিন্ট করুন
Discussion about this post