নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন এলাকার বারেক মন্ডল ও তার ছেলে বাপ্পির বিরুদ্ধে এক ডিস ব্যবসায়ীকে হত্যার হুমকি ও বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এতে আতঙ্কে বাড়ি ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী শামসুজ্জোহা স্বপন। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই ব্যবসায়ীর ছোট ভাই শেখ সোহেল রানা।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল বিকেলে স্থানীয় কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী শামসুজ্জোহা স্বপনকে বেধড়ক মারধর ও কেবল নেটওয়ার্ক প্রতিষ্ঠানের কেবল জয়েন্ট মেশিন ভাঙচুর করে তালবাড়ীয়ার বারেক মন্ডল ও তার ছেলে বাপ্পি। পরে সেখান থেকে স্থানীয় লোকজন ব্যবসায়ী শামসুজ্জোহা স্বপনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসা শেষে বাড়ি আসার পর তিনি আদালতে মামলা করেন। এরপর বারেক মন্ডল ও তার ছেলে বাপ্পি শামসুজ্জোহা স্বপনকে হত্যার হুমকি ও মারধর করার জন্য খোঁজাখুঁজি করছেন। এই আতঙ্কে বাড়িছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী শামসুজ্জোহা স্বপন।
স্বপনের ভাই শেখ সোহেল রানা বলেন, অভিযুক্ত বারেক মন্ডল ক্ষমতার দাপটে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালামাল ভাঙচুর, অসহায় মানুষকে মারধর,অন্যের জমি দখল, চাঁদাবাজি থেকে শুরু করে হেন অপকর্ম নেই যা করছেন না। তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। আমরা এখন বাড়িছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছি। যেকোন সময় বারেক মন্ডল ও তার ছেলে বাপ্পি আমাদের অপূরণীয় ক্ষতি করতে পারে। তাই থানায় বাদী হয়ে তাদের নামে অভিযোগ দায়ের করেছি। দ্রুত বিষয়টি তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি। খোঁজ-খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৮ মে ২০২৪

Discussion about this post