কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামে গত ২৯ জানুয়ারী রাতে নির্মান শ্রমিক মইনুদ্দিনকে হত্যা করে পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে রাখা হয়।
হত্যাকাণ্ড পরবর্তী ধলসা গ্রামে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অরাজকতার কারনে এ যাবৎকাল আতংকগ্রস্ত ছিলো এলাকাবাসী।
অবশেষে ছাতিয়ান ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের উদ্দ্যোগে বিবাদমান সকল পক্ষকে সাথে নিয়ে গতকাল বুধবার ( ১২ ফেব্রুয়ারী ) বিকেলে ধলসা পয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাতিয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ছাতিয়ান ইউনিয়ন বিএনপির আহবায়ক দাউদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান কানু,যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন প্রমুখ।
বিএনপি নেতা মাহফুজুর রহমানের সঞ্চালনায় এ সময় ছাতিয়ান ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ ৬ নং ওয়ার্ড ধলসা পয়ারী এলাকার বিপুলসংখ্যক সাধারন জনতা উপস্থিত ছিলেন।সমাবেশে এলাকাবাসী সবাই মিলে মিশে শান্তি শৃংখলার সাথে বসবাস করার জন্য মতামত ব্যক্ত করেন।
সমাবেশে এ সময় বক্তারা বলেন – ২০১৭ সালে যেসকল সন্ত্রাসীরা বিখ্যাত হাডুডু খেলোয়ার শহিদুল ইসলাম হককে দিনের বেলায় হত্যা করেছিলো, যেটার মামলা বিচারাধীন আছে, সেই মামলা থেকে সে সকল সন্ত্রাসীরা রেহাই পেতে ঢালাই শ্রমিক মইনুদ্দিনকে পরিকল্পিত ভাবে রাতের অন্ধকারে হত্যা করেছে।গত ২৯ জানুয়ারী রাতে আওয়ালীগের দোসর ও ফ্যাসিস্ট আওয়ালীগের ছাতিয়ান ইউনিয়ন সাবেক সভাপতি তাছের মেম্বর ও তাতীলীগ সভাপতি আমিরুল ইসলাম হাশেম এর নেতৃত্বে ধলসা গ্রামের মাজেদের ছেলে মইনুদ্দিনকে তাদের লোক দিয়ে রাতের অন্ধকারে হত্যা করে । এখন তারা এলাকার বিএনপির বিভিন্ন নেতা কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে সাজানো ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা এ মামলা ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, সেই সাথে প্রশাসনের ভাইদের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন জানাই যে, সঠিক ও সুষ্ঠ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।আওয়ালীগের দোসর ও ফ্যাসিস্টদের সহযোগীরা বিভিন্ন বাড়ীতে হামলা করে ভাংচুর ও লুটপাট সহ মা বোনদের শ্লীলতাহানীর চেষ্টা করছে। সেই সাথে পুকুরের মাছ বা মাঠের ফসল চাষাবাদে বাধা সৃস্টি করছে।আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই সব আওয়ালীগের দোসর ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে এখনই আইনগত ব্যবস্থা গ্রহন করতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে যেন আওয়ালীগের দোসর ও ফ্যাসিস্টরা কোন বিশৃঙ্খলা ও নৈরাজ্য তৈরী করতে না পারে।আমরা এলাকাবাসীর সাথে আছি। আজকের পর থেকে যদি একটি বাড়িতেও কেউ হামলা করে, আপনারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন এবং ছাতিয়ান ইউনিয়ন বিএনপি সহ উপজেলা বিএনপি আপনাদের সাথে আছে ও থাকবে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post