Print Date & Time : 5 July 2025 Saturday 1:23 am

মিরপুরেলার্নিং শেয়ারিং ফেয়ার অনুষ্ঠিত

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে আব্দুর রাফেত বিশ্বাস কলেজ চত্বরে একশন ফর ইম্প্যাক্ট প্রকল্পের আওতায় এক্টিভিস্তা কুষ্টিয়ার আয়োজনে দিনব্যাপী লার্নিং শেয়ারিং ফেয়ার-২০২১ অনুষ্ঠিত হয়েছে। (২৭-১২-২০২১) সোমবার স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার আলো নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ ফিতা কেটে উদ্বোধন করেন। আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আব্দুর রাফেত বিশ্বাস কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, মিরপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক ও সংস্থার সভাপতি আনোয়ার হোসেন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, মিরপুর রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী এম আনোয়ার হোসেন নিশি ,বাংলা ট্রিবিউনের কুষ্টিয়া প্রতিনিধি কুদরতে-খোদা সবুজ, দৈনিক মুক্তমঞ্চ এর বার্তা সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার তত্বাবধায়নে ১১ টি যুব সংস্থার এক্টিভিস্তা সদস্যরা নিজ নিজ সংগঠনের মাধ্যমে ২০১৮ থেকে ২০২১ সালে বাস্তবায়িত বিভিন্ন কর্মকান্ড, অর্জন, সফলতার গল্পসহ বিভিন্ন তথ্য উপস্থাপন করে। অনুষ্ঠান সূচীতে ছিল এক্টিভিস্তা কুষ্টিয়ার যুব সদস্য ও স্থানীয় জন সাধারণ সাপ খেলা, তৈলাক্ত কলাগাছে আরোহন, ছোটদের মোরগ লড়াই, চোখ বাঁধা অবস্থায় হাঁস ধরা, হাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলায় অংশগ্রহণ করেন। বিগত চার বছরে স্বেচ্ছাসেবা কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করার জন্য নির্বাচিত সেরা যুব সংগঠনের মধ্যে তিনটি প্রথম স্থান অধিকার করে এর মধ্যে কুষ্টিয়ার স্বপ্ন প্রয়াস যুব সংস্থা, দ্বিতীয় স্থান অধিকার করে ছাতিয়ানের আইডিয়াল ইয়ুথ ইউনিয়ন, তৃতীয় মিরপুর উদয়ন যুব সংস্থা। সবশেষে এক্টিভিস্তা কুষ্টিয়া যুব সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনের মাধ্যমে দিনব্যাপী লার্নিং শেয়ারিং ফেয়ার-২০২১ এর সমাপ্তি হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মাহফুজুর রহমান ও সার্বিক সহযোগিতায় ছিলেন আলো সংস্থার প্রকল্প কর্মকর্তা ফারুক হোসেন ও ফিল্ড এসোসিয়েট চাঁদনী খাতুন। অনুষ্ঠান উপস্থাপনা করেন ফাইন্যান্স অফিসার মজিবুল হক।