Print Date & Time : 13 March 2025 Thursday 11:33 am

মিরপুরে অপহরণ হওয়া তরুণী উদ্ধার, আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ॥ মিরপুরে বহুল আলোচিত অপহরণ মামলার রিমা(ছদ্ম নাম) নামে ওই তরুণীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ । এ সময় অপহরণকারীকে গ্রেফতার করা হয়। শনিবার (১৮ ডিসেম্বর ) রাজধানীর বনানী থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার মধ্যরাতে মিরপুর থানার এসআই সাধন কুমার এর নেতৃত্বাধীন আভিযানিক দল রাজধানী ঢাকার বনানী এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করে। থানা সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার মিরপুর থানা মামলা নং নয়, তারিখ- ৮/১২/২০২১ ইং, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ মামলার অপহৃত হওয়া ভিকটিম (১৭) কে উদ্ধার করে এবং অপহরনকারী রুবেল আহাম্মেদ নান্নু (৪০) কে গ্রেফতার করে। এ সম্পর্কে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাধনকুমার বলেন, আমরা কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম স্যারের নির্দেশে মিরপুর সার্কেল এর দায়িত্ব প্রাপ্ত ইয়াসির আরাফাত স্যারের তত্তাবধানে ও অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা স্যারের সার্বিক সহযোগিতায় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ওই তরুণী কলেজ থেকে বাসায় যাওয়ার সময় রাস্তা-ঘাটে প্রায় সময় অপহরনকারী নান্নু ভিকটিমকে উত্তক্ত ও কুপ্রস্তাব দিতো এবং বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং এর মাধ্যমে ব্ল্যাকমেইল করত।
ভিকটিমকে গত ৯ নভেম্বর বিকেল ২:৩০ মিনিটের সময় কলেজ থেকে বাড়ি ফেরার পথে প্রধান আসামি রুবেল আহমেদ নান্নু সহ আরো চারজন মিলে তাকে পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গত ৮ ডিসেম্বর ওই তরুণীর বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করেন।
এ ঘটনায় মিরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত শুভ্র প্রকাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমকে উদ্ধার করে নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দির মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।প্রধান আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।