Print Date & Time : 24 August 2025 Sunday 1:43 pm

মিরপুরে আওয়ামী লীগের ৫ নেতা কর্মী গ্রেফতার

মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে অপারেশন ডেভিল হান্টে (শয়তান শিকার) পাঁচ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারী) দিবাগত রাতে মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের ৫ নেতাকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হচ্ছেন মিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি তেঘরিয়া এলাকার বেনজির আহমেদ পলাশ, আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন মুশা, কুর্শা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পোড়াদহ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাজরাহাটি এলাকার বর্তমান মেম্বার দেলোয়ার হোসেন দুলাল ও মিরপুর পৌরসভার আওয়ামী লীগ কর্মী আব্দুর রাজ্জাক পল্টু।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে মিরপুর উপজেলার মালিহাদ ঝুটিয়াডাঙ্গা এলাকায় নাশকতার প্রস্তুতিকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। এসময় অনেকেই পালিয়ে যায়। গ্রেফতারকৃত সকলেই আওয়ামী লীগের পদধারী নেতাকর্মী।

এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ৪টি রামদা, ১২টি বাঁশের লাঠি, ৬টি রডের টুকরা ও আধা বস্তা ইটের টুকরা পাওয়া গিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, রোববার রাতে নাশকতার প্রস্তুতিকালীন সময়ে আওয়ামী লীগের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়। তবে বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের মিরপুর থানায় একটি নাশকতার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।