এম আনোয়ার হোসেন নিশি:
১৫ মার্চ ২০২৪ শুক্রবার বাদ আছর আট্টিগ্রামের বিশ্বাসবাড়ি এতিমখানা ও লিল্লাহ বোডিং’ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বিশ্বাসবাড়ি এতিমখানা ও লিল্লাহ বোডিং’ এর পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী জুবাইতুন নেছা।
মতিয়ার-মদিনা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সার্বিক তত্ববধায়নে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ। দিশা সংস্থার নির্বাহী পরিচালক আলহাজ রবিউল ইসলাম। ছাতিয়ান কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ, আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিলাফত আলী।
স্বাগত বক্তব্য রাখেন ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় হামদ- নাত ও ইসলামী সঙ্গীত পবিবেশন করেন লিল্লাহ বোডিং এর শিক্ষার্থীরা। তাদের সাটিফিকেটসহ পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাটিকাবাড়ি খানকায়ে শরীফের পীর হযরত আঃ ছাত্তার সাহেব।
ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি এ কে এম টিপু সুলতান বলেন সমাজের অবহেলিত সন্তানদের একত্র করে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদের ভরণ পোষনের দায়িত্ব আমাদের। তবে আপনাদের ও সহযোগীতা করতে হবে। কারন এখানে একটি মসজিদ ও নির্মাণাধীন রয়েছে। আগত শিক্ষার্থী ও এতিম খানায় থেকে দেখবেন- এক সময় দেশ সেরা আলেম ওলামা-মাশায়েকের জন্ম হয়েছে।
এ সমজের ঝরে পড়া শিশুদের ও লিল্লাহ বোডিং এ ভর্ত্তি করাবেন, তাদের সব দায়িত্ব আমাদের এই প্রতিষ্ঠান বহন করবে। জেনারেল শিক্ষার পাশাপাশি আমাদের সন্তানকে মাদরাসায় কোরআন ও হাদিস শিক্ষা বাধ্যতা মূলক করতে হবে। কারন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠন করেছে। সকল স্তরে আধুনিকতার ছোঁয়া আমাদের সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করে দেশ সেবার কাজে আত্ম নিয়োগ করাতে হবে। মাদরাসায় নৈতিক শিক্ষার সুব্যবস্থা করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রসার ও কর্মমুখী শিক্ষা অর্জন বাধ্যতা মুলক করেছেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৬ মার্চ ২০২৪
প্রিন্ট করুন
Discussion about this post