Print Date & Time : 25 August 2025 Monday 3:25 pm

মিরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুষ্টিয়া মিরপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে।

শনিবার (৮মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মেশকাতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মিরপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক মারফত আফ্রিদী, উপজেলা প্রাথমিক একাডেমিক সুপার ভাইজার জুলেখা খাতুন, ইউডিএফ উঃ পঃ কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস প্রমুখ। এসময় মিরপুর উপজেলার বিভিন্ন মহিলা সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।