Print Date & Time : 10 May 2025 Saturday 3:51 pm

মিরপুরে আ’লীগ নেতার জলাশয় থেকে মাছ চুরি করায় গণপিটুনি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুরে আওয়ামীলীগ নেতার জলাশয় থেকে মাছ চুরি করে বিক্রির সময় জনগণের হাতে গণপিটুনির স্বীকার হয়েছে একদল চোর চক্র।
বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) সকাল ৬টার সময় কুষ্টিয়া পৌরসভার ত্রিমোহনী  বাজারে এঘটনা ঘটে।  এসময় মাছ চুরির অভিযোগ এনে মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার মৃত আব্দুল গণির ছেলে  অটো চালক উজ্জল হোসেন (৩৫) ও মৃত রফিজ উদ্দিন প্রমাণিকের ছোট ছেলে জসিম উদ্দিন (৪৫) কে গনপিটুনি দিয়ে ছেড়ে দেয় জনতা। এসময় চোর চক্রের আরো ৫-৭ জন পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ই আগষ্টের পরে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহানুর ইসলামের আমকাঠালিয়া এলাকার মাছের ঘের দখলের চেষ্টা করে আসছিল ওই চোর চক্র। যার কারণে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহানুর ইসলাম মিরপুর থানায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিল। যার কারণে উক্ত চোর চক্র আওয়ামীলীগ নেতাকে জীবননাশের হুমকি দিয়েছিল। পরবর্তীতে উক্ত আওয়ামীলীগ নেতা চোর চক্রদের বিরুদ্ধে জীবনের নিরাপত্তা ও জলাশয়ের ব্যাপারে স্থানীয় থানায় জিডি করেছিল। যারই রেশ ধরে উক্ত চোর চক্র ২৪/১২/২০২৪ইং দিবাগত তারিখে আওয়ামীলীগ নেতার জলাশয় থেকে আনুমানিক ১৪-১৫ মন মাছ জোর পূর্বক ভাবে মেরে নিয়ে ত্রিমোহনী মাছের আড়তে বিক্রি করতে গেলে স্থানীয় জনতা মাছ চুরির অভিযোগ এনে চোর চক্রের সদস্যদের মারধর করে। এলাকাবাসী এসব চোর চক্রদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবী জানিয়েছেন। 


এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৫,২০২৪//