কুষ্টিয়ার মিরপুরে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির (এরশাদ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেন্দ্রীয় কৃষক পার্টির সহ-সভাপতি জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহমেদ খান টিটু।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ড. শহীদুল ইসলাম ফারুকী, আনিছুর রহমান বাস্তব, যুগ্ম-সাধারণ সম্পাদক কুষ্টিয়া পৌরসভার কাউন্সিল রিনা নাসরিন, মিরপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কাউছার আলী, ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনিছুর রহমান হানিফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামীম মন্ডল।
এ সময়ে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বারুইপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাদেক আলী, ধুবইল ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইদবার হোসেন, মালিহাদ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনার, বহলবাড়ীয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, ফুলবাড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, জেলা যুব সংহতির আহ্বায়ক ইমাম মেহেদী উপজেলা যুব সংহতির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মানিক বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৩ অক্টোবর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post